ইমদাদুল ইসলাম
নদীপথে পাথরগুলো অনেক রাস্তা পাড়ি দিয়েছে,
অবশেষে ওরা এখন ক্ষয়ে ক্ষয়ে বেশ ক্ষুদ্রাকার,
প্রায় অস্তিত্ব হারানোর পথে।
ওরা আদতে কী চেয়েছিল হয়তো নিজেরাই ভুলে গেছে।
ওদের তো তেমন চাওয়া পাওয়ারও নেই,
হয়তো নদীর স্রোতে গা ভাসিয়ে চেয়েছিল জলকেলি।
কিংবা নদীজলে মৎসকুল ও শ্যাওলাদের সাথে মধু সম্পর্ক।
কিন্তু অযথায় অস্তিত্ব হারানোর কথা কি ভেবেছিল?
হয়তো ভেবেছিল কিম্বা ভাবেনি।
আসলে অস্তিত্ব হারানোর নেশাটাও আলাদা,
যখন অজান্তে পেয়ে বসে ভাবেনা অস্তি-নাস্তি।
নিজে থেকেও কেহ কেহ বা নিজেকে হারায়,
ভাবেনা অদূর কিম্বা সুদূর ভবিষ্যত নিয়ে !
অস্তিত্ব সংকটেও তাদের বোধ হয় একটা মজা থাকে!
মজা পায় একটু প্রেম আর সম্বন্ধ গড়ার নেশায়।