মোঃ জাকিরুল ইসলাম জাকির
শ্রাবণের আগমনী বর্ষা
ক্ষেত খামারীর কর্ষা।
মাছেদের অবাধ বিচরণ
বর্ষা জলে মৎস্যরা শিহরণ।
জেলেদের মাছ শিকারের নেশা
বর্ষা আসলে থাকেনা দিশা।
নদীতে মাঝি খেয়া পারে রাত্রী
হাক ছাড়ে ঐ কূলে যাত্রী।
বর্ষা কালে পথচলা দায়
দিনমজুর আছে বেকায়দায়।
বর্ষা বাদল বৃষ্টির দিনে
কদম ফুলের মিষ্টি ঘ্রাণে।
জানালার পাশে আনমনে
শৈশবের সুখ স্মৃতি পটে।
বর্ষা কারও সুখের স্মৃতি
কারও আবার দুখের গীতি।
বর্ষার মাঝে আছে সৃষ্টি
বর্ষা ফসলের করে তুষ্টি।
বেলআমলা, জয়পুরহাট সদর, বাংলাদেশ।
১৭/৯/২০২০ লেখা সত্বঃসংরক্ষিত।