সুজন কুমার রায়
কাকিনা, কালীগঞ্জ,লালমনিরহাট।
মা আসছে বছর ঘুরে মেঠোপথ আজ কাশফুলে ভরা,
পুজোর আমেজ ঘরে ঘরে আনন্দে আপ্লূত সবাই হয়েছে আত্মহারা।
আকাশে বাতাসে আগমনী সুর ভাসে সুবাস ছড়ায় মল্লিকা মালতী,
মা আসছে বছর ঘুরে নানান সমারোহে সেজেছে প্রকৃতি।
আকাশের গায়ে শরতের সাদামেঘ উড়ে,
পুজোর খুশিতে সোনালী রোদ্দুর খেলা করে।
শিউলি সুবাসে ভরে গেছে আশ্বিনের আকাশ খানি,
চারিদিকে পুজোর আমেজ শোনা যাচ্ছে মায়ের শঙ্খধ্বনি।
অরুণ আলোয় স্নিগ্ধ প্রভাত জেগেছে আজ বইছে মৃদু হাওয়া,
পুজোর ভোরে ঢাকের আওয়াজ স্নান সেরে মায়ের কাছে যাওয়া।
বছর ঘুরে মায়ের এবার দোলায় করে মর্ত্যে আগমন,
দশমীতে বিসর্জন শেষে মা যে এবার অশ্বে করবে গমন।
মায়ের বিদায় বেলায় ভক্ত সবাই সজল নয়নে কাঁদে,
মা যে মোদের চলার শক্তি তাই তো মোরা চলছি মায়ের আশীর্বাদে।
হিংসা বিদ্বেষ দূর হোক আজ সকলের হৃদয়ে জাগুক সম্প্রীতি,
এসো সবে মোরা একযোগে মায়ের চরণ পদে করি মঙ্গল আরতি।