এ কোন আজব শহর
আজব রঙের মেলা,
মানুষের মতো দেখতে সবাই
তবুও মানুষ খুঁজতে ঢলে যায় বেলা!
আজব শহর আজব নীতি
সবই আশ্চর্যে ভরা,
মানুষ হয়ে সব মানুষ হতে চাই
আবার মনুষ্যত্ব ছাড়া!
রূপে মানুষ হলে যদি
মানুষ হওয়া যেত,
তাহলে কেন মানুষ আবার
মানুষ হতে চাইত।
নিজ কন্যা তো জননীর রূপ
ভগ্নী রাণী ধরার বুকে,
তবে কেন আসক্ত পুরুষ
কায়া ভোগের জন্যে।
কেন চায় রক্ষা নারী
মানুষ হয়ে মানুষের কাছে,
তবে কি মানুষগুলো আজ
পশুর বেশ ধরেছে।
রক্ষা দাও আমায় মানুষ থেকে
গড়তে দাও জগৎ ভিন্ন করে,
মানুষ গুলো মরছে মরুক
সাড়া দিও আমায় মনুষ্যত্বের মরণে।