দেশে বার বার হচ্ছে আন্দোলন
দাবি আদায়ে সবাই এখন সচেতন।
মানুষের মনে জেগেছে চেতনার
মূল্যবোধ, বিপ্লবী হচ্ছে সর্বজন।
বিপ্লবী জনতা কড়া নাড়ে দুয়ারে
দেশে ফিরাতে নতুন জাগরণ।
হিংস্র রাজনীতির শিকার হয়ে
ধ্বংসের পথে দেশের অর্থনীতি।
নতুন করে গড়তে সুস্থ দেশ,
সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কৃতি।
হামলা- মামলা,গুম-হয়রানি
হিংসা-বিদ্বেষে বৈষম্যের শিকার
যারা করে প্রতিবাদী আন্দোলন৷
সবকিছু আজ রুখে দিতে,
বিপ্লবী জনতার, ঐক্য গড়ে
একতাবদ্ধ হওয়া বড় প্রয়োজন।
বিদেশি সংস্কৃতির,দেশ গড়তে গিয়ে
যুবসমাজ আজ ধ্বংসের দাঁড়প্রান্তে।
সবকিছু আজ রুখে দিতে,
ভাঙ্গতে হবে এই সব ঘুমের পাড়া।
এসো বিপ্লবী আজ শপথ করি
সুস্থ সুন্দর নতুন দেশ গড়তে
বিপ্লবী জনতার, ঐক্য গড়ে,
সবে অসহযোগ আন্দোলন করি।