কলমে:- এম জে মেহেদী হাসান
আমার যখন হঠাৎ আকাশ দেখতে ইচ্ছে করে,
তখন আমি সঙ্গী হিসাবে পাশে নেই নীরবতা কে,
তাকে পাশে নিয়ে ছুটি নিস্তব্ধ একটা পরিবেশে,
পরবর্তীতে তাক লাগি দেখি প্রিয় আকাশ টাকে,
আর ভাবি ইশ আমি যদি পাখি হতাম,
মুক্ত মনে যেথায় খুশি উড়ে বেড়াতাম ।
কি অপরূপ আকাশ টাকে কাছ
থেকে করতাম অনুভব,
আমার সকল অনুভূতি গুলো তখন
থাকতো ঐ আকাশে সাথে মিশে নীরব,,।
দুই চোখ বন্ধ করে দিতাম হাওয়া সাথে
ডানা দুটো বাসিয়ে,
তখন আমি ব্যস্ত থাকতাম শুধু আমি
টাকে নিয়ে,,।
আর ভাবতাম আজ আমি মুক্ত পাখি,
পৃথিবীর কোনো ব্যস্ততা আমায় পেছন
থেকে করবেনা ডাকাডাকি,,।
সময় শেষে ফিরতাম আমি নিজ আপন তীরে,
প্রিয় আকাশ টাকে বলে আসতাম আবার আসবো তোমার বুকে ফিরে,,।