কলমে: মোঃ আব্দুল রহমান
আমরা কাঠের পুতুল নই,
আমরা মাটির পুতুল নই,
শিড়দাড়া রয়েছে আমাদের,
আমরা সত্য কথা কই।
আমরা কাকতাড়য়া নই,
আমরা রোবট মানুষ নই,
বিবেক জাগরিত আমাদের,
রিমোট চালনায় না রই।
আমরা চামচাদার নই,
আমরা চাটুকারও নই,
চেতনার আলো আমাদের,
জ্বালায় জ্ঞানের বই।
আমরা পরান্নভোজী নই,
আমরা আপাদমস্তক রই,
শুদ্ধতার সাগরে আমাদের,
কেবল শান্তির বাণী কই।
আমরা সরল, সাদা-সিধা,
নেই আমাদের জটিল ধাঁধা,
ফুলের মত মন আমাদের,
আমরা নই কারো হাতে বাঁধা।
আমাদের দমানো যাবে না,
আমাদের কিনতেও পারবে না,
জীবন মরণের পথ আমাদের,
আমরা সঠিক বিচার চাই!