কলমে: রোজিনা খাতুন
একটা সময় ছিলো
দিনরাত ভাঙা ক্যাসেটের মতো বকবক করতাম,
বুঝেও কথা বলতাম,না বুঝেও কথা বলতাম।
অনেকে বিরক্ত হতো,ধমক দিতো,রাগ করতো,বাঁচাল বলতো,তবুও কথা বলতাম।
কথা না বলতে পারলে মনে হতো দম বন্ধ হয়ে যাবে,
যে যায় বলুক আমি অন্তত চুপচাপ থাকতে পারবো না।
আর তার সাথে ফ্রী ছিলো হাসি
বুঝেও হাসতাম,না বুঝেও হাসতাম,
মনটা ভীষণ প্রাণবন্ত চঞ্চল ছিলো
চিন্তার কোন ঠায় ছিলো না মনে।
সারাক্ষণ ছুটে বেড়াতাম পাড়া আর বনবাদাড়ে।
আমার এই পাগলামীর প্রেমে পড়ে
একটা দুষ্টু ছেলে
সারাক্ষন পিছু পিছু ঘরে।
অবুঝ কালে যার প্রতি টান তৈরি হয়
যাকে বার বার দেখতে ইচ্ছে হয়
যার কন্ঠস্বরের মায়ায় পড়ি বার বার
যার চোখে চোখ রেখে নিজেকে হারায়
মন তো তাকেই ভালবাসে তাকেই চাই।
চিরচেনা পথের বাকে তারই অপেক্ষায়
একটা নজর দেখবো বলে নিত্য দাঁড়ায়।
মন উচাটন সারাক্ষণ কাছে টানে,
প্রচন্ড এক অভিমানে যে প্রেমের ইতি টানে
মাঝে মাঝে ভাবি তুমি এতোটা পাষাণ
যার হৃদয়ে ছিলো আমার পরাণ।
নিত্যদিন শুধু ভালোই বাসছি
আজ বিরহের জাল বুনেছি।
এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা
হাজারো দোষ কাধের উপর চাপিয়ে দিলেও
বলতে ইচ্ছে করেনা, আমি দোষী নয়
সত্যি বলছি আমি অপরাধ করিনি।
হাসতেও ভুলে গেছি,যেখানে সহসায় হাসিতে মুখরিত চারিপাশ, সেখানেও নিশ্চুপ।
প্রিয়তম সত্যি কি মনে পড়ে না?
নাকি কখনও মনে ছিলাম ই না?
নাকি ছিলাম প্রয়োজন
কখনও হতে পারিনি প্রিয়জন।
এক আকাশ সমান অভিযোগ
কখনও তোমাকে বলতে পারবো না
আমার অভিমান, অনুভূতি, না বলা কথা গুলো
কখনও দেখাতে পারবো না লুকানো ক্ষত।
তবুও মোনাজাতে চাইবো তুমি সুখে থেকো তোমার প্রিয়তমার ভালবাসার আঁচলে।