কবি: কামাল মাহমুদ জয়
আমাদের নানা, হৃদয় জুড়ে,
তারই হাতে শৈশব মূড়ে।
সেই যে গল্প, সেই যে হাসি,
মায়ায় ভরা ছিল তার ভাষি।
নানার কোলে কাটতো সময়,
স্নেহের ছায়া দিতো প্রহর মুছে মেঘের ভয়।
তারই মুখে শোনা যেতো রূপকথা,
মনে হতো জীবন যেন সাজানো পথ।
নানা ছিল বন্ধু, ছিল পথপ্রদর্শক,
তারই আদরে কাটতো দিন অবিরত।
শত বাধা, শত ঝড়,
নানার সাহসে পেতাম ভর।
আজও মনে বাজে তার কথা,
নানার ছায়ায় কাটতো যতটা।
আমাদের নানা, চিরকাল থাকবে,
স্মৃতির পাতায় আঁকা হয়ে রবে।