কলমে: সাদিয়া আক্তার দীঘি ______/
সাহিত্য জগতে এসে শুনেছি যে নাম,
তিনি আমার উস্তাদ নাম নাই বা নিলাম।
মুখোমুখি যখনি হই আমি সমস্যার,
শুধোলেই পেয়ে যাই ঠিক সমাধান তার।
তিনি হলেন “কবি” গড়ার মহান কারিগর,
শেখার ক্ষেত্রে আমি সদাই তাহারই নির্ভর।
এত শব্দ এত বাক্য কোথায় যে সে পায়,
মনে মনে ভাবি যখন অবাক করে আমায়।
চেষ্টা করি লিখতে আমি তারই মতন করে,
খানিকটা হয় সবটা কিন্তু হয়না একেবারে।
হাতে-করে শেখাননা ঠিক তবু শিক্ষাগুরু তিনি,
জটিল যতো প্রশ্ন আমার তার কাছে তা পানি।
সাধনা তার আর কিছু নয় খাতা কলম বই ,
সরাসরি নাম নিতে তার বিব্রত খুব হই।
গুরু মারা কবি অনেক হয়েছেন আজ ভবে,
শিক্ষাগুরুর ঋণের স্বীকার কে করেছে কবে?
সাগর থেকে কলসি ভরে নেই না যতই জল।
কোনদিনই পাবনা তার গভীর মনের তল।
আমার মতই অনেকেই আজ শিখছেন তার কাছে,
স্বীকার করার সে সৎ সাহস কজনার বা আছে?
যত বড়ই হইনা আমি রাখবো মনে তবু,
তাঁর অবদান এই জীবনে ভুলব না তো কভু।