কলমে: রোজিনা খাতুন
মাগুরা জেলা কুচিয়ামোড়া ইউনিয়নে একটি গ্রাম আমুড়িয়া,
সবুজে শ্যামলে শস্য ফসলে ভরপুর স্রষ্টার দেয়া।
বিলে ঝিলে শাপলা শালুকে ভেসে আছে প্রান্তর
রাখালের বাঁশিতে জুড়িয়ে যায় কৃষাণীর অন্তর।
খাল বিলে মাছে ভরা ছোট এই গ্রামটি
ডুঙ্গা আর নৌকায় দুলে চলে মাঝিটি।
ভোর হলে গরু ছাগল নিয়ে চলে যায় মাঠে
মক্তবে মায়েরা সন্তানকে দেয় কোর-আন পাঠে।
ধান কাটে পাট কাটে কৃষকের মুখে হাসি,
নতুন চালের পিঠা হবে কৃষাণী তাই খুশি।
শনি মঙ্গলবারে হাট বসে আমুড়িয়া বাজারে
সব কিছু কেনা বেচা হয় সারা দিন ভরে।
স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে সব নির্জনে
পুলিশ আর্মি উকিল শিক্ষক আছে হাজারো গুনি জনে।
মোড়ে মোড়ে দোকানপাট সকাল সন্ধায় বসে মান্যি লোক
দেশের চিন্তা দশের চিন্তায় মগ্ন সব সময় এসব লোক।
এতো সুন্দর গ্রামেও আছে কিছু দুষ্টু লোক
সারাক্ষণ ভেবে চলে পরের অনিষ্ট হোক।
সরল সোজা ভদ্র বেসে সবার মাঝেই ঘোরে
সুযোগে পরের ফসল কাটে ঘর বাড়ি নষ্ট করে।
সপ্তাহে সপ্তাহে মারামারি হয়েছেও কিছু খুন
ভালোর মধ্যেও অনেকের আছে খারাপ গুণ।
আইনের প্রতি শ্রদ্ধা জানায় আছে অনেক ধৈর্য
না হলে কি পুলিশ বাবু দিন রাত করে এসব সহ্য।
আমার গ্রাম মায়ের সমান অনেক ভালবাসি
সব সময় ভালো থাকুক আমার গ্রামবাসী।