কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সারাজীবনে যা করলাম সব ই আমার ভুল
যাদের জন্য শ্রম দিয়ে টাক হলো চুল!
প্রতারক গন অকৃতজ্ঞ জন সবার জীবন ভরা
সবার আশা অঝরে ঝরে আদিত্য দেবে খরা!
আমি ঝরে গেলাম যাদের তরে অমৃত সুধা ভরে
ডাকলো না সে-সব ‘আত্মীয় অনাত্মীয়’, তাদের নিজ ঘরে!
আজ আমার জীবন যাযাবর, পথে বাড়ীঘর
আপন যাদের ভাবতাম তারা করে দিলো পর!
জীবনের রং গেলো ঘানি টেনে, বিবর্ণ এক দেহ
পথে পথে ঘুরি যখন, শুধায় না তো কেহ —
চটে যাওয়া রংয়ে, জীবাধার নিয়ে ঘুরি
তামাশার পাত্র আজ আমি, তাঁরাই দেয় লবন ছুড়ি!
জানি না কত আলোক বর্ষ পর পুনঃ জনম হয়
তেমন ফিরে এলে ভুলের পুনরাবৃত্তি, করবো না নিশ্চয়!
যে প্রেম বন্ধনে জড়িয়েছিলো সুন্দরী এক নারী
সে-ও কারো হাত ধরে প্রবাসে দিলো পাড়ি!
কথা দিয়ে ছিলো জোছনা রাতে বকুল তলা বসে
সঙ্গী হবে সারাটা জীবন যাবে না ছেড়ে শেষে!
কথা রাখে নাই সে-ও আপনজন ছিঁড়েছে হৃদয় খানি
সব দুঃখকষ্ট পেটের ক্ষুধা সেচ্ছায় নিয়েছি মানি!
হেমন্তের অঝোর বৃষ্টির ঢল অশ্রু হয়ে ঝরে
স্মৃতির পটে সেই মুখ খানি উঁকি মারে বারে বারে!
সব অকৃতজ্ঞ অন্তঃ শত্রু, যেতে পারলাম আমি ভুলে
সেই একটা মুখ কেন যেন হৃদয়ে, রেখেছি যত্ন করে!