কলমে: রোজিনা খাতুন
কিসের বড়াই কিসের লড়াই
জীবন যেখানে তুচ্ছ,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
আলাদা ভাবে নিচ্ছ।
জন্মের সময় কোন জাত তোমার
নেই তো কভু জানা,
তাহলে আবার এতো ভেদাভেদ
কিসের আবার মানা।
শরীর কাটলে রক্ত লাল
চোখে সাদা পানি
একই স্রষ্টার সৃষ্টি আমরা
সবাই কিন্তু জানি।
ভবের মেলায় রূপের বড়াই
সাদা কালো বিচ্ছেদ
লম্বা খাটো একি জীবন
তবুও করে উচ্ছেদ।