কলমে: আকাশ আহম্মেদ
স্বাধীন বাংলায় জন্মেও আমি হয়েছি রাজাকার।
ওদের বিরুদ্ধে বললে কথা যেতে হয় কারাগার।
স্বাধীন বাংলা হয়নি স্বাধীন মানুষের চিৎকার।
আমার ভাই গেল যে যুদ্ধে ঘরে ফেরেনি আর।
বাংলার মাটিতে জন্ম আমার তবু রাজাকার নাম শুনি।
কত ভাইয়ের গেলে ও যে প্রান এখনও আমরা গুনি।
স্বাধীন বাংলা হয়েছে স্বাধীন আমরা সবাই জানি।
স্বাধীনতা নিয়ে বাঁচতে পারিনি মানুষ আমরা সবাই মানি।
অধিকার আদায়ে নেমেছিলাম
অধিকার আমারা পাইনি।
অধিকারের বদলে দিয়েছে আমাদের আবু সাইদের লাশ খানি।
পানি খাওয়াতে যেয়েও বাচতে পারিনি মুগ্ধ নামের ছেলে।
নাম না জানা কত চাষার ছেলে-২৪ এ গিয়েছে মরে।
বাংলার সকল মানুষ মেরেও যদি থাকতে পারত ক্ষমতায়।
মারা যেত হাজারো আবু সাইদ তাতে তার কি আসে যায়।
এই ছিল তার দেশ প্রেম আমরা কান্নার নাটক শুনি।
কত মায়ের বুক খালি করে দিয়ে গিয়েছে হাসিনা নামক খুনি।
আমার ভাইয়ের পায়নি সন্ধান এখনো লাশের কথা শুনি।
আমার ভাই আসবে ফিরে এই ভেবে এখনো দিন গুনি।।