আমার মরণকালে!
থাকে যেন সে ক্ষণিকের তরে,
একান্তই আমার হয়ে।
আমার মরণকালে!
দেখতে পাই যেন তার সেই মায়া ভরা মুখ,
একটুখানি মোর নয়ন ভরে।
আমার মরণকালে!
বিদায় যেন হয় মোর তার গাত্রের বস্ত্র জড়িয়ে,
তার গায়ের গন্ধ মেখে।
আমার মরণকালে!
সুরমা পরা তার চোখের জলে
ধৌত করে দিও মোর অঙ্গখানি
অতি আদরে,অতীব সযতনে।
আমার মরণকালে!
তার কান্নার সংগীত স্বর্গীয় সুর হয়ে
যেন বাজে আমার কানে।
আমার মরণকালে!
আপ্লুত হব আমি তার সমধূর সুরের
সেই ঝংকার শুনে।
আমার মরণকালে!
বুলিয়ে দেয় যেন সে তার মেহেদীরাঙা হাত
মোর অবয়বে আলতো করে।
ধণ্য হব আমি চির আরাধ্য
তার ভালোবাসার পরশ পেয়ে।
আমার মরণ কালে!
মানবো না আর কোন বাঁধা,
ছিন্ন করে সব পিছুটান চলে যাব ওপারে শান্তিময় ধরণীর সকল ক্রীড়ার যবনিকাপাত ঘটিয়ে।