কলমে: মহম্মদ সফিকুল ইসলাম
আমার লেখা যদি নূন্যতম
আঁচড় কাটে করো অন্তর মাঝে,
নিজের কাছে ধন্য হব জেনে
নয়তো জীবন ব্যর্থ লেখার কাজে।
মনের-গহীন সুপ্ত হাজার ব্যথা
গুপ্ত রেখে হচ্ছে জর্জরিত,
রক্ত ক্ষরণ থাক না ঢাকা দেয়া
পরের লাগি প্রলেপ আচম্বিত।
আলোছায়ায় ঢাকা জীবনখানা
দুঃখির তরে বাড়িয়ে দু'খান হাত,
চাই কুসংস্কারের ধ্বংস সাধন;
তুড়ি মেরে আজ ঘুচাব জাতপাত।
মৃত্যুর পরে সকল যশ খ্যাতি
ধূলায় তৃণে খাবে গড়াগড়ি ;
চক্ষু বুজে জানব না তো কিছু
শুভ্র সাজে ধূসর রাজ্যে পাড়ি।
সূর্য যখন দিনের ভেলায় চড়ে
দেশে দেশে করবে ফেরি আলো,
আমি তখন অতল ঘুমের ঘোরে
চাইনা কেহ বিদায় প্রদীপ জ্বালো।