কবি:- আনোয়ারুল কবির বাবলু
অন্ধের দেশে আয়নার দোকান
বিবেক হীনের কাছে নীতি বাক্য
চোরের কাছে ধর্মের কাহিনি
চরিত্রহীনের কাছে ধর্ষনের শাস্তি
বেয়াদপের কাছে আদবের বয়ান
মাতালের কাছে হারামের বর্ননা
অবাধ্য সন্তানের কাছে পিতা মাতার সম্মান
দুর্নীতিবাজের কাছে নৈতিকতার গান
দেশদ্রোহীর কাছে দেশ প্রেমের কবিতা
দল কানার কাছে রাষ্ট্রের নিরপেক্ষতা
এই সবই হলো উলু বনে মুক্তা ছড়ানোর মত
অর্থহীন, মূল্যহীন প্রলাপ মাত্র।
শত সহস্রজনে মিটিং মিছিলে, মানব বন্ধনে
স্লোগানে স্লোগানে বক্তৃতায় কিংবা টকশোতে বসে
জ্ঞান বিলায়, ভালো হওয়ার তাবিজ দেয়
বদলে যাও, বদলে দাও, নতুন কিছু কর
কিন্তু আমি শালা কখনই বদলাইনা
আমি অক্ষয়, অমর, আমি স্বার্থ ভূগী গিরগিটি
ক্ষনে ক্ষনে রং বদলাই।
দেশটা আমার জন্ম ভূমি, দেশটা আমার মা
চরিত্রহীন মেধাবীরা লোটেপোটে খা
গায়ের ছেলে মুর্খ হলেও দেশ বেঁচে তারা খায়না
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, দেশ বাঁচায়
তবুু তারা সঠিক মূল্য পায়না।
শিক্ষিত আর মেধাবী যতই তুমি হও
দুর্নীতিবাজ ঘুষ ক্ষুর হলে ছাড়বেনা কেউ জানি
আমিও গাঁয়ের ছেলে
চুতমারানির পোলা গালি দিতে জানি।