কলমে: মিনহাজুর রহমান মাহবুব।
আজ আমি স্মরণ করিতে চাই
চব্বিশের প্রথম শহীদ
বীর আবু সাইদকে
আমি স্মরণ করিতে চাই
হাসোজ্জল চেহারার অধিকারী
পানির সাথে রক্ত বিলিয়ে দেয়া মীর মুগ্ধকে।
গভীরভাবে স্মরণ করিতে চাই
১৯বছরের কিশোর, দুই বোনের কলিজা
শহীদ সৈকতকে।
অশ্রু সিক্ত মনে স্মরণ করিতে চাই
রক্তমাখা দেহ, নিস্তেজ হয়ে পড়ে থাকা
১৭ বছরের ফারহান ফাইয়াজকে।
আমি স্মরণ করিতে চাই
মায়ের আদরের ছেলে, শান্ত চোখ,
হাসি মুখ ব্যথায় কুঁকড়াইয়া
উঠা নবম শ্রেণিতে পড়া তাহমিদকে
আমি মনের গহীন থেকে স্মরণ করিতে চাই
শাহাদাতের আকাঙ্খা পূরণের আশায়
ছুটে এসেছিলো সেই শান্তকে।
আমি থাকে স্মরণ করিতে চাই
ঘরে ফিরার আশ্বাস দিয়ে গলা ফাটিয়ে অধিকার চেয়ে
আর ঘরে না ফেরা ইরফান ভুইঁয়াকে।
আমি দুঃখ নিয়ে স্মরণ করিতে চাই
নিথর শরীর, যন্ত্রণায় ছটফট করা
শাহনেওয়াজ ফাহাদকে।
আমি স্মরণ করিতে চাই
শহীদ হওয়া সব শিশু কিশোর
ছাত্র জনতাকে।
আমি বারবার স্মরণ করিতে চাই
চব্বিশের নির্মম দৃশ্য
মা বোনের আর্তনাদ রক্তাক্ত জুলাইকে।