কলমে : এম এ লতিফ
আমি চলে যাবো চিরতরে পৃথিবী ছেড়ে বহুদূরে
তোমাদের সবাইকে আঁড়াল করে
সবার অলক্ষ্যে চুপিসারে যাবো হারিয়ে,
হয়তো দুদিন ফেলবে দুফুটা জল
সব মানুষের ভীড়ে,
আমার মধুময় স্মৃতিগুলো দিনে দিনে মন্তর হয়ে যাবে,
একদিন সব কিছুই যাবে ভুলে
এই তো জীবন দুঃখের তরী বাইবে তুমি
হৃদয় গভীর ভালবাসায় বেদনার জলে!
আমি চলে যাবো চিরতরে
রঙিন পৃথিবী ছেড়ে বহুদূরে,
মনের আলপনায় আঁকা যতো ছিলো স্মৃতি
থাকবে না সে স্মৃতি আর আমায় ঘিরে,
আমি সব স্মৃতি ভুলে যাবো
একা নীরবে ঘুমিয়ে যাবো লোক চক্ষুর আঁড়ালে,
কভু আর পিছু ডাকে আসবো না ফিরে!
কতো সুন্দর ভূবণ কতো রূপ কতো স্বপ্ন
দেখলাম আমি রঙিন পৃথিবী ঘুরে,
সব কিছুই একদিন আঁড়াল করে
আমি চলে যাবো চিরতরে তোমাদের ছেড়ে,
দেখবো না কভু আর কোনদিন
রবির আলো পূর্ব দিগন্তে সোনালী ভোরে!