কলমে: ইয়াকুব আলী তুহিন
আমি তো চাষা, খোলা মাঠে দাঁড়াই,
মাটির গন্ধে ভরে যায় প্রাণ, নিঃশ্বাসে পাই—
সূর্যের তাপে পুড়ে যাই বারবার,
তবু বীজ বুনে তুলি নতুন প্রহর।
আমি তো চাষা, মাটি আমার বন্ধু,
হাতে ফাল, মাথায় রোদ, আর ঘামে ভেজা গাঁ।
মেঘের প্রতীক্ষায় দিন গুনি আমি,
শুষ্ক মাঠে রইল ধান বপনের স্বপ্ন গাঁথা ভূমি।
মাটির কোলে যে সুখ লুকিয়ে থাকে,
শহরের কোলাহল সে কোথা থেকে জানে?
প্রকৃতি আমাকে ডাকে সবুজের ভেতর,
হাল হাতে জীবন কাঁদি আমি অপরাহ্নে আবার।
আমার ঘামে ফোটে ধানের সোনালি ফুল,
মাটি আমার সঙ্গী, বাতাসে খাই দোল।
আকাশের সাথে আছে মোর দোস্তি,
ঝড়-জল সব সহি, তবু মোর নেই কোনো ত্রুটি।
আমি তো চাষা, বীজ আমার হাতের মুঠোয়,
মাটির বুক চিরে তুলি আমি স্বপ্নের আলয়।
খালি পায়ে চলি, স্বপ্ন দেখি পরাণে,
আমি যে চাষা—ধরণী মোর আপন ঠিকানা।
আমি তো চাষা, হাল ধরি আকাশের নীচে,
মৃত্তিকার বুকে ফোটাই স্বপ্নের বীজে।
কেউ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক,
আমি তো চাষা, বাঁচি শুধু মাটির সুধা পান করে।