ইকবাল হাসান মাহমুদ
শোনো মোর প্রিয়া কাঁদে মোর হিয়া
দূরে চলে গেছো তাই,
কোথা তোমা খুঁজি আজ ব্যথা বুঝি
কেমনে তোমারে পাই?
আশার প্রদীপ জ্বলে কতো জলে
ভিজালে আমার বুক,
তবে এসে ফিরে প্রেম দিয়ে ঘিরে
দেবে গো আমায় সুখ?
আজ আমি একা কবে পাবো দেখা
বলে দাও তুমি মোরে,
কোন অজানায় গিয়েছো হারায়
কোন বনে পাখি ঘোরে?
তবে কিগো কথা বৃথা যথাতথা
দিয়েছিলে ভেবে নেবো,
প্রেমের সে ফুল গোলাপ ও বকুল
বলো তবে কারে দেবো৷
মোর প্রিয়া তুমি এ মনের ভূমি
রেখেছি যতনে খালি,
তুমি প্রেম বাগান আমি গাই গান
সে বাগানের হয়ে মালী৷