-এম. আব্দুল হালীম বাচ্চু
হৃদয় জমিনে পাথর ছুঁড়ে ক্ষতবিক্ষত করেও ক্ষান্ত হওনি বরং আনন্দে আত্মহারা তুমি
পাথর ছোঁড়া সহজ বলেই তুমি আজ এত বেপরোয়া!
সেই হেমন্তের সন্ধ্যায় একবার দেখেছিলাম তোমায়
শুধু এইটুকু মনে আছে তুমি ছিলে সবার থেকে আলাদা
কিছুক্ষণ পরে কিছু শব্দ ভেসে এলো “কণিকা চলো সন্ধ্যা হয়েছে”।
কে ডেকেছিল তার নাম চেহারা কোনোটাই মনে নেই আজ
শুধু তোমার নামটাই মনে আছে!
সেই তুমি আজ পাথর ছুঁড়ে মারতে পারো
পাথর ছোঁড়ার তালে তালে ভরতনাট্যম নৃত্য তুমি করতেও জানো
সেতো নৃত্য নয় যেনো ইচ্ছাকৃত পদাঘাত
যে পদাঘাতের চিহ্ন মুছতে মুছতে আজ আমি ক্লান্ত!
যতো যাইহোক তোমার কোমল হাতের পাথর ছোঁড়ায় আমি ক্লান্ত হলেও আমাকে কাবু করতে কখনই পারোনি!
যতো পারো ছুঁড়তে থাকো
একদিন তো ধরা দিতেই হবে তখন না হয় বুঝে নিয়ো পাথর ছোঁড়ার শাস্তি কী!
তোমার ছোঁড়া পাথরগুলো হৃদয় জমিনের কোণায় কোণায় যত্ন করে গুছিয়ে রেখেছি
কড়ায়গণ্ডায় হিসেব দেবো তখন কিন্তু রাগ করো না
ঋতু গুণে দেখো আরেক হেমন্ত এলো প্রায়।