কলমে: মোঃ মনিরুজ্জামান মনির
আর একটিবার তোমায় দেখবো বলে-
দুটি গ্রহের দীর্ঘ দূরত্বের ছোট্ট হিসেব চুকিয়ে
ক্লান্ত দেহে, ঘর্মাক্ত গন্ধে হাপিয়ে
দৈন্যতা, হীনতা, লোক নিন্দা উপেক্ষা করে
ছুটে এসেছি নির্লজ্জ মনে,
আর একটিবার তোমায় দেখব বলে।
আর একটি বার তোমার ছোয়া পাবো বলে-
মিশেছি ভোরের শিশির ভেজা ঘাসে,
প্রিয় কাঠগোলাপের সাদা পাপড়ির ভাজে
ফুটেছি কৃষ্ণচুড়ার লাল হয়ে,
বসন্তের কোকিলের কন্ঠে, হৃদয় নিকুঞ্জে,
আর একটিবার তোমার ছোয়া পাবো বলে।
আর একটিবার হাতে হাত রাখব বলে-
আমি ছুটে এসেছি সপ্ত পারাবার পেরিয়ে,
ফেলেছি নোঙ্গর তোমারই বাধা ঘাটে,
অসহায় পথিক তোমার কুটির দ্বারে
শুন্য হাতটি বাড়িয়ে একা দাঁড়িয়ে,
আর একটিবার হাতে হাত রাখব বলে।
আর একটিবার সে কপালে ঠোঁট রাঙ্গাবো বলে-
লম্বা বাহানা বানিয়েছি দীর্ঘ সাধনা করে,
ফন্দি এটেছি বেহায়া হবো বলে
ধরণির সব অনিয়ম নীতি পড়ে
মহা জগতের মস্ত ভুল স্বীকার করেছি
দু-দন্ডের অমৃত স্বাদ পেতে,
আর একটিবার সে কপালে ঠোঁট রাঙ্গাবো বলে।
আর একটি বার একটি কবিতা লিখব বলে-
টুকরো করেছি পাথরের প্রাচীর ঘেরা অভিমান,
ঘুণে ধরা আলমারিতে পেয়েছে বসন্ত ঘ্রাণ,
হারানো শব্দে নতুন স্বপ্ন বুনতে
খুলে বসেছি সহস্র অভিধান,
আর একটি কবিতা লিখব বলে।
আর একটিবার তোমায় ভালোবাসি বলব বলে-
নিশিদিন ঘুম উড়িয়ে, চোখের নিচে কালি করে,
ছন্দে সুরে একটি শব্দের গান লিখেছি,
বেসুর কন্ঠে উচ্চস্বরে ঘটা করে
পৃথিবীকে জানিয়ে গাইব সে গান
" ভালোবাসি "।।