কলমে: দেবিকা রানী হালদার
নদীর জলে তোমার লাশ এখন ও ভাসেনি
সেই ১৯৭১ সালে শিকল সারি লাশ দেখে আসোনি?
তোফাজ্জল রা বিশ্ববিদ্যালয়ে মরে মেধাবীদের হাতে
পুলিশের গলা কেটে ঝুলায় রাখে লাশ, রাতে!
সংখ্যা লঘূর হত্যা ধর্ষণ নিত্য যদি ঘটে
আমি কবি, আশ্চর্য হবো না মোটে!
রোজ ই ভাবি কার অন্তিম শয়ন কত দূরে
কে সরকার কে পাবলিক কথা বলে একই সুরে!
পুলিশ প্রশাসন ট্রাফিক রোডে ঢিলে ঢালা এক দেশ
উদ্দেশ্য কি শিকড় সহ করতে চাও দেশ শেষ?
জীবনের নিরাপত্তা কারো নয় নিশ্চিত আজ
নিজ আইডিতে এক সত্যি লেখায়, চাকুরী খাওয়া তো স্বৈরশাসকের কাজ!
জয় হোক তাবাসসুম উর্মির প্রথম বলিদান
এই না-কি স্বাধীনতা, গনতন্ত্র, মানবতার পাঠ শিখান?
ত্রান-সাহায্য চুরি করা শেয়ারবাজার লুট
যত কথা বলেছো তোমরা শতভাগ তার ঝুট!
২৬ হাজার ভারতীয়র চাকুরী আগে খুঁজে বের করো
কোন পথে ভারতে গ্যাস দিয়েছিলো রশি গলায় দিয়ে মরো,
সেভেন সিস্টার্স দখল করবে চিকেন নেকের ভয়
ইলিশ রপ্তানি বন্ধ করে নাকে খত কারে কয়?
রিসেট বাটন টিপে যদি সব যেতো মুছে ফেলা
কথাবার্তায় ভাবছে লোকে এ-তো পাকির চ্যালা!
সবাই ভেবেছিলাম নিরপেক্ষ এক, সরকার বুঝি এলো
ওমা সেকি, এতো বাংলাদেশের স্বাধীনতা টা, আস্ত গিলে খেলো!
এক মাঘে যায় না শীত কুজ্ঝটিকায় ঢাকে সূর্য
রোদের প্রখরতা বাড়ে যখন, বাজে রণ ভেরি তুর্য,
মুজিবের ডাকে লুঙ্গি পরে, দামাল ছেলেরা ধরেছিলো রাইফেল
খুঁজে বের করবে চড়ো যদি পালাতে, প্যারিসের “টাওয়ার আইফেল”!