যোগ্যরা কভু করে না হিংসা
যোগ্যরা সদা যোগ্যই হয়ে রয়,
হিংসুটের তবুও বুকেই হিংসা
তাইতো হিংসুটের হয় সদাই পরাজয়।।
হিংসা করে কি-বা লাভ?
যদি না থাকে তাঁহার লসিবে!
হিংসুটেরা বুঝে না লাভ-লোকসান
শিক্ষা নাই যে তাহা কসিবে।।
যোগ্যতা লাগে সময়ের তাল ছন্দে
জ্ঞান লও প্রকৃতির প্রণয় প্রভাবে,
মানব জনম সার্থক হবে তবে
মানুষ হবে সেজন মনুষ্যত্ব স্বভাবে।।
মনুষ্যত্ব করো গ্রহণ অন্তরের সুতোয়
হৃদয়ে পূর্ণতা পাক জীবন জনমের,
তোমার হৃদয়ের সখা তুমিই হও
অন্যের হাসিতে তুষ্ট, সঙ্গী সবার কষ্টের
আভা বিচ্ছুরিত করো হৃদয়ে প্রণয়ের।।
আত্ম জ্ঞানে জ্ঞানী মানুষ হয়ে
জানিয়ে দাও এইবার সবারে-
সবাই পথিক, চলিছে আপন গতিতে
কেহ হিংসুটে নয়, তুমিও পথিক
সবার মতোন নিরঞ্জনের কল্প বেলায়।
বিশ্বাস রেখো, তুমিও পারো
তুমিও পারবে- তুমিও নিজের জীবন
নিজের মনের মতোন করে গড়বে।।
সবাই পথিক, চলছে আপন গতিতে
লোভ-হিংসা-বিদ্বেষ ভুলো সবে
আদি মনুর রক্তে মনুষ্যত্বই প্রবাহমান
সকলকে হৃদয়ের অন্তস্তল থেকে জানাই
শুদ্ধ মানুষ হওয়ার আহবান।।