বাঙালিরা ইলিশ খাবো,
কতো দিলো আশা।
সেই আশাতেই বাঙালিরা,
বুকটা দিলাম ভাসা।
তিন’শ টাকায় খাবো ইলিশ,
খুশি ধরে মনে।
বাজারে গেলাম ইলিশ নেবো
ইলিশ নেয় কোন জনে?
ইলিশের দাম দ্বিগুণ তিগুণ,
সাধ্য নাই মোর কেনার।
ভিনদেশীরাই খাবে ইলিশ,
সাধ্য তাদের নেয়ার।
ইলিশ খাবো ইলিশ খাবো
মজা করে খাবো।
বাংলাদেশের বাঙালিরা
ইলিশ পাবো কবে?
———————–
কবি: মোঃ জাবেদুল ইসলাম,
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।