কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু
অসময়ে কিছু কিছু মানুষ যেমন মরে;
একইভাবে কিছু কিছু গাছের পাতাও ঝরে!
জীবিতরা মাতাল হাওয়া দোলা লাগায় প্রাণে;
মরে গেলে কেউ শ্মশানে কেউ বা গোরস্তানে!
স্বজন এসে সান্ত্বনা দেয় তারপরে যায় চলে;
লোভের রাজ্যে মৃতজনকে দুদিন পরেই ভোলে!
কিছু কিছু ঝরাপাতা চুলার খোরাক হয়;
কিছু কিছু মরা মানুষ মরেও কথা কয়!
কিছু কিছু ঝরাপাতা মাটিতে যায় মিশে;
কিছু মানুষ বিশ্বটাকে খাচ্ছে যেন পিষে!
কিছু কিছু বানর যেমন লাফায় গাছে গাছে;
কিছু কিছু মানুষ তেমন স্তাবক হয়ে নাচে!