লেখক:- ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
কাউকে ছাড়া কারো
কী এমন হয়?
পাঁজরের একটাপাশ
বনে যায় নিরেট পাথর
অন্যটা মরূদ্যান
কিছু ভাংচুর ক্ষয়
এ এমন কিছু নয়।
চোখ দুটো বদলে হয়
সরোবর সমুদ্দুর বা নদী
জীবন তবুও জাগে
জীবন অবধি।
বসন্ত ভিজে যায়
বরষায় তুমুল
ছুঁয়ে দেয়া করতলে ফোটে
অভিমান অভিযোগের ফুল
ঝরে যায় নি:শব্দে
রাতের বকুল।
হৃদয়ে বাসা বাঁধে
আঁধিয়ারে আলেয়ায়
পুনরায় ডুবে যাওয়ার
চোরাবালি ভয়।
এ এমন কিছু নয়।
কাউকে ছাড়া কারো
কী এমন হয়!