আনোয়ারুল কবির বাবলু
*******************************
মরছে মানুষ, মারছে মানুষ, ঝুলছে গাছে লাশ
স্বাধীন দেশের এই কি দশা, আমজনতার পাছায় বাঁশ।
গানের আনন্দে মানুষ মারে, ভাতের জন্য মরে তফাজ্জল
স্বাধীনতা আজ বিপন্ন প্রাণী, আমজনতার চোখে কান্নার জল।
দুর্নীতি আর স্বৈরতন্ত্র শাসক গোষ্ঠীর মূল মন্ত্র
গনতন্ত্র নির্বাসনে, অচল সকল রাষ্ট্র যন্ত্র।
তেলবাজিতে তেলেসমাতি, তেলেই চলে রাজনীতির বেলকিবাজি
চামচামিতে চ্যাম্পিয়ন, মোসাহেবে ভরে গেছে রাজার বাড়ি।
ভুক্তভোগী পায়না বিচার ঘুরে দারে দারে
কোর্ট কাচারি চায় কমিশন যদি দিতে পারে।
এ কেমন স্বাধীনতা, ক্ষমতার কাছে জিম্মি মানুষ ,
হিংসার অনলে পুড়ে বিরান ভূমি, প্রতিশোধের নেশায় বেহুশ।
ছাত্রের কাছে শিক্ষক লাঞ্ছিত, গুরুর কপালে পড়েছে ভাজ
মব জাস্টিস নামে বিচার করছে, এসব কি ছাত্রদের কাজ?
স্বাধীনতার নামে অরাজকতা করে, আইন নিয়েছে হাতে তোলে
অত্যাচারির খর্গ কৃপাণ চলেনা বেশি দিন, গিয়াছ কি ভুলে,?
এখনও আছে চাঁদাবাজ, সিন্ডিকেট মজুমদারি, দখলবাজ
পুরাতন শরাব নতুন বতুলে মোরক বদলেছে, ঠিক আছে পুরাতন সব কাজ।
এ কেমন স্বাধীনতা, এখনও পরাধীন আমজনতা
রক্ত দিয়ে, জীবন দিয়ে এখনও ধর্ষিত হয় মানবতা।
রক্ত দিলাম, জীবন দিলাম, বাঁচতে চাইলাম দেশ
অবশেষে পেলাম হাতে হারিকেন,পাছায় বাঁশ, দাঁত কেলিয়ে বলি এইতো আছি বেশ।