প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৯:১৪ এ.এম
কবিতা : ওরাই দেশের বোঝা
কবি সৈয়দ আহম্মেদ সাদি
শুনছো দাদা ডাঙায় কাদা
আদা ফলে জলে,
এমন কথাই বলে বেড়ায়
মিথ্যেবাদীর দলে।
খাঁটি তেলে ভেজাল মেশায়
বেশি লাভের হারাম পেশায়
পকেট ভরে টাকায়,
আমজনতার কপাল ঘামে
আটকে গেছে নকল জ্যামে
শক্তি পায় না চাকায়।
শয়তানিতে দেশ ভরেছে
লাল সবুজে ঘুণ ধরেছে
বিবেকের চোখ বোজা,
জলে ভেজাল ফলে ভেজাল
করলো না কেউ সোজা।
এবার দাদা থামাও ওদের
ওরাই দেশের বোঝা।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com