কলমে: সাহেলা সার্মিন
ওরে ও নরাধম দেখছিস কী
" ঘরে তোর মা- বোন নেই"?
পথে - ঘাটে প্রতিদিন শোনা যায়
কারো না কারো প্রতিবাদেই!
তবুও নারী বাড়ায় পা, আছে কাজ সর্বত্র
সর্বকাজে তারা করছে কর্তৃত্ব,
এমনি হিংস্র থাবার কবলে পড়ে
কতো নারী হারাচ্ছে সতীত্ব!
সংসার চালাতে বেরোয় নারী
কেউ বেরোয় দায়িত্বে,
দেশ সেবায় কেউ উৎসর্গ করে
খেটে মরে দিনে রাত্রে!
ডাক্তার হয়ে কেউ করছে রোগীর সেবা
পাইলট হয়ে উড়ছে আকাশে,
শিক্ষক হয়ে গড়ছে কতো ছাত্র
মানুষ হয়ে উঠছে আশেপাশে!
রাজার নীতিতে আবদ্ধ হয়ে
দেশের কাজ করছে কেউ,
দেশের ভালো করতে যেয়ে
কারো বয়ে যাচ্ছে কান্নার ঢেউ!
সব অফিসেই আছে নারীর আসন
দায়িত্বে সে ঢের বেশি,
পুরুষের চেয়ে সজাগ নারী
কে বলে দুর্বল তার পেশী?
ঘরে সে গৃহ পরিচারিকা
স্কুলে সন্তানের অভিভাবক,
অফিসে পুরুষের অগ্রগামী
তবুও ঘুমায় কারো কারো বিবেক!
কিছু পুরুষের দৃষ্টি নিম্নগামী
এরা চিরদিন খোঁজে নারীর গতর,
মা-বোনের কথা থাকেনা মনে
নারী ভোগে হয় কাতর!
মৌমিতার মতো শত নারী
এদের লোলুপ দৃষ্টিতে হয় বলী,
এরা নারীকে করে বিবস্র!
দোরড়া মেরে এদের মুখে মারো কালি।
দেশের উন্নয়নে জনসেবায় নারী
মমতা আর ভালোবাসার আঁধার,
দৃষ্টি তাদের মায়ায় না আটকিয়ে
কেমন করে বসন ছিন্ন করে আবার!
ধিক এইসব নর! ধিক শত ধিক!
কঠিন বিচার হোক এবার,
খোলা ময়দানে লাখো মানুষের মাঝে
কঠোর সাজায় গরদান নিক সরকার!