মোঃ সাইফুল ইসলাম
প্রবাস জীবন এতে কষ্টের,
দুঃখের চেয়েও বাড়ী।
যায়না বলা কারো কাছে,
কষ্টে থাকে বাড়ি।
টাকা পাঠাই ঝাকে ঝাকে,
শান্তি নাইকো মনে।
ভাই-বোন আত্মীয় স্বজন বলে টাকা আসবে কত ক্ষনে।
খেয়েছি কি খাইনাই রাখেনা কেউ খোঁজ।
টাকার জন্য সবাই পাগল, দিতে না পারলে ফোঁস।
মানুষ একজন চাওয়া সবার কেমনে হবে বেশ।
এই চিন্তায় ঘুম হয়েনা জীবন তো মোর শেষ।
শুরুতেই হয়ে ঝামেলা,
ভিসায় ভিসায় কাটে ভেলা।
টাকা পয়সা নিয়েছি ধারে,
তাদের চাপে জীবন মরে।
স্বপ্ন ছিল অনেক বড় হবো কোটি পতি,
দেশে এসে পাব সম্মান,
হব স্রেষ্ঠ জাতি।
তাহা আমরা পাইনা কিছু,
কৈ কিসের সম্মান।
আমাদের টাকা লুট করে খেয়ে করছে তারা ফ্যান।
দেশে যাইতে এয়ারপোর্টে হয়রানির শিকার হই,
লক্ষ-কোটি টাকা পাঠাই আমার টাকা কৈ।
ছেলে মেয়ে তাদের বিদেশে পড়ায়,আমাদেরই টাকায়।
করেছে তারা আলিসান বাড়ি মহা অট্টালিকা সই।