কলমে: এইচ এম আখতারুজ্জামান ইলিয়াস।
কয়েক লোকমা ভাত! বাহ প্রাণ ভরে নিশ্বাস।
পেয়েছি আজি! বহুদিন কিংবা বহু সময় পরে?
মেটাবো ক্ষুধা নির্বিঘ্নে - নিয়ে বিশ্বাস।
কে জানিত কয়েক লোকমা ভাতে নিভে যাবে নিশ্বাস।
আহ কি স্বাদ? কি অপূর্ব!
বহুকাল ধরে খাইনি কভু।
পেট পুরে খাবো আজি
বড্ড উন্মাদ আমি জীবন রেখে বাজি!
এরা মেধাবী এরা স্বাধীন - ঘোষিত ২০২৪ সাল।
তুমি কি বুঝো নি?
নাকি বুঝতে চাওনি ক্ষিদের তাড়নায়।
কয়েক লোকমা ভাতই তোমার কাল!
আহ্ কি নির্মম - কি বেদনা তুর আর্তনাদ।
কত বাহারি রকম স্বাদ
নিমিষেই নেমে এলো বিষাদ।
তুমি হয়তো ভুলে গিয়েছো এরা মেধাবী।
এরা জাতির কর্ণধার?
তুমি আদৌ জানতে এরা মেধাবী নরপিশাচ বর্বর।
এদেরই এই জাতি আজ দিয়ে যায় সম্মাননা।
বাহবা বলে হাত-তালি এরাই নাকি কর্ম মনা।