কলমে: এম এ লতিফ
গায়ে আমার ছেড়া জামা
পায়ে আমার নাইরে জুতা
নুন আনতে পান্তা ফুরায়,
দু’পয়সা উপার্জন করতে
সারা দেহে ঝরাই ঘাম,
পেট ভরে আমি পাইনা খেতে
করি আমি যা ইনকাম,
একি মোর ভাগ্য রেখা
দেয়না কেউ আমায় দাম,
তবু আমি শুকরিয়া জানাই
মহান আল্লাহর করি শুকরান,
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতি
ধনী গরীব কেন এতো ব্যবধান,
হবে বিচার সবার একদিন
এই দুনিয়ায় হবে না কভু সমাধান!
সারাদিন খেঁটে মরি
গন্ধ ছড়ায় গায়ের ঘাম,
কেউবা আমায় থুথু মারে
দেয়না কেউ এক পয়সার দাম,
তবু আমি অনেক সুখী
সৎপথে সব করি ইনকাম,
ফরিয়াদ জানাই আল্লাহর কাছে
করি আল্লাহর শুকরান!