হৃদয়ের বুকে আখিঁ মেলে
দেখি তোমায় মনে,
জনম জনম ধরে তোমায়
রাখবো মায়ার খোলে।
স্বপনে নয়নে মনের জাগরণে
চলমান তুমি বিশ্বভূবনে,
এইকাল সেইকাল অবধি বিরাজমান
মানবের অন্তরের কোণে।
স্রোতের মতো বিলিয়ে দাও
কত মানবের পানে,
কতঅব্যক্ত কথামালা মানব মস্তিস্কে
উদ্ভাসিত করিয়া দেখাও।
হিংসা বিদ্ধেষ নাইযে তোমার
চলার পথে প্রান্তরে,
যখনই চালাই তখনই চলো
স্বপ্নের সাথে নিরন্তরে।
হাতে কলম অঙ্গে কলম
গাঁথি কথার মালা,
সারা জীবন তোমায় লিখে
সম্মানিত হয় জনম।
কবি:- এম. শাহেদ সারওয়ার,
দুবাই,ইউএই।