কলমে- এম.শাহেদ সারওয়ার
মনটা চাই আরো কিছুদিন বাপের হোটেলে খাই চলি
সংসারের টানাপোড়নে সে আশা ভরসায় আখিঁ মেলি
মন কেন এমন করে,
বয়স বাড়ে আর শিক্ষা দিক্ষা কবে যেন শেষ করি
বন্ধুমহলের সনে নিজেকে কেন মিলাতে না পারি।
আমার মন চলে উদ্ধ গতিতে কিন্তু আমি চলি উল্টোতে
কোন সুতার মায়া তালে, আমি কেন এখনও অতি নিভৃতে
মন কেন এমন করে,
কষ্টের জীবন কেন বুঝিনা আমি বাপের সংসার পানে
হয়তো বুঝবো সেদিন, যেদিন নিজের পায়ে দাড়াঁবার সনে।
মনের ভাবনা যত বাড়ে হৃদয়ের যাতনাও তত বেড়ে চলে
কিছু করিতে চাই যখন, তখন বাধা এসে কিযে করে দিলে
মন কেন এমন করে,
মধ্যবিত্ত পরিবারের জ্বালা বলা যায়না কোন সমাজে
তাই কলম হাতে দু’চার কথা বলে যাই মানবের মাঝে।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, কখনো তালে তাল মিলে না
আমার কষ্টের হাসিও সবসময় সুখের কারন বুঝায় না
মন কেন এমন করে,
মাঝে মাঝে মনটাকে বলি, আমি কতটা বেদনা লুকাতে পারি
আজ অবধি কষ্ট করি, শপথ আমি কখনও হবো না ভিখারি।
আজ গুজারিত অনেকটা সময় বিরস মনে দিবস গণে
পেয়েছি পথ মাথা গুজাবার ঠাঁই কষ্টের সীমাহীন লাগাম টেনে
মন কেন এমন করে,
প্রতিটা মানুষেরই কিছু দুঃখ-কষ্ট থাকে যা কেউ জানতে পারে না
আমি যখন দুঃখ পোষণ করে শান্ত থাকি,
তখন আমাকে তারা বুঝতে পারে না।