কলমে:- আর কে হাসান রতন
যাচ্ছে উড়ে টুনটুনি
সঙ্গে আছে টিয়া
যাবে সবাই কাকের বাড়ি
কাকের মেয়ের বিয়া।
দাওয়াত পেয়েছে খেকশিয়াল
বনের রাজা হাতি
পশুরাজা রাগ করেছে
পায়নি দাওয়াত নাতী।
এদিকে আবার কোকিল স্বরে
সবাই নেচে উঠে
আটকা আছে বরের দল
নাঁ মেলেনি ঘাটে।
এ শুনিয়া কাকের চোখে
অশ্রু পড়ে ঝরে
কাকের মেয়ে ফিসফিসিয়া
কাঁদে বসে ঘরে।
পায়নি খবর বকের দল
আসবে কার সাথে
কাকের মেয়ে বসে পাটি
মেহেদী পরা হাতে।
হঠাৎ এসে খবর দিল
ঘুঘু পাখির দল
বর এসেছে সবাই শুন
বন্ধ গন্ডগল।
তা দেখিয়া বনের পাখি
মনের সুখে উড়ে
বনের সবাই পায় খবর
দেখতে আসে দৌড়ে।
সঙ্গে আসে হাতির ছানা
শুরটি উঁচু করে
সামনে বাঁধায় থাকলে কেউ
আঁচড়ে ধরে মারে।
ভয়ে দৌড়ায় ইঁদুর ছানা
বলে ক্ষুদ্র আমি
হাতি ভাই ক্ষমা কর
বাঁচাও প্রাণখানি।
কেমন হল স্রোতা সকল
মন্দ নাকি বেশ
এবার এলো কবির আদেশ
করতে হবে শেষ।