মোছা: নাজমুন নাহার খান
হায়, আমি যদি মাটি হতাম।
দুনিয়ায় যদি আমরা মাটি রূপে থাকতাম।
যদি আমাদেরকে সৃষ্টি করাই না হতো,
আমাদের কোনো অস্তিত্বই না থাকতো,
তাহলে কতই না ভালো হতো!
তাড়া সেদিন আল্লাহর স্বচক্ষে প্রত্যক্ষ করবে। তাঁদের ভালো ও মন্দ কাজগুলো সামনে থাকবে,যেগুলো পবিত্র মালাইকাদের ন্যায়পূর্ণ হাত দারা
লিখিত হয়েছে।
যখন জীব - জন্তুগুলোর ফয়সালা হয়ে যাবে, তখন তাঁদের প্রতিশোধ গ্রহণ করিয়ে দেয়া হবে।
বিচার কার্য শেষ হবার পর জন্তুগুলোকে বলা হবে: তোমরা মাটি হয়ে যাও।
ফলে ওরা মাটি হয়ে যাবে।
তখন কাফের লোক বলবে:
হায়,
আমি যদি জন্তু হতাম
এদের মতো মাটি হয়ে যেতাম,
তাহলে কতই না ভালো হতো!