কলমে: মহসিন আলম মুহিন
যার পাপ তারে খায় করে নাকো ক্ষমা,
অন্যকে দোষ দিলে উঠে শুধু ধুমা।।
যার যার অপরাধে সেই সেই দোষী,
অপরকে দোষী ভেবে কেন হও খুশী।।
যদিও কথায় আছে কার পাপে এমন,
আসলে যেমন কর্ম ফলও পাবে তেমন।।
পুত্রের অপরাধে পিতা নহে দায়ী,
যার যার খারাপ কাজের-সেই আসামী।।
ভুল করে ফুল দিলে বাড়ে কি সম্মান,
পুণ্যের হিসাবটা নহে পাপের সমান।।
ভালো কাজের নিয়্যতেই ফল দেন প্রভু,
পাপ শুরুতেই , হিসাবটা-টানেন না কভু।।
আপসোস-তওবার দ্বার রেখেছেন খোলা,
প্রাণ থাকতে হুসে চলো নয় অবহেলা।।
কার পাপে এমন হলো যদিও তা বলি,
আসলে নিজের খেয়াল-নিজে করে চলি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ।।