কলমে: মোঃ জাবেদুল ইসলাম
প্রিয়া মোর কুলসুম
রূপ তোমার ঝলমল,
মুখখানা গোলগাল
চোখ দুটো টলমল।
প্রিয়া মোর কুলসুম
ভাব জমে সবার সাথে,
থাকো তুমি হাসিখুশি
আমার পাশে রাতে।
প্রিয়া মোর কুলসুম
ভোরবেলা হাঁটাহাঁটি,
সারাবেলা খাটাখাটি,
রাগ করে না লক্ষ্মীটি।
প্রিয়া মোর কুলসুম
রূপে গুণে ভরপুর,
পিতা মাতার সেবা যত্নে
কণ্ঠে তার মধুর সুর।
প্রিয়া মোর কুলসুম
কাজে কামে মশগুল,
হাসি খুশি থাকে সদা
দুঃখ কষ্ট নাই একচুল।
প্রিয়া মোর কুলসুম
চাহনি তার অপরূপ,
ভালোবাসার বন্ধনে,
থাকবো বেঁচে দুজনে।