আমরা সবাই মুসলিম, করি আমরা গর্ব
আমাদের মাঝে রয়েছে কুসংস্কারের ধর্ম।
ভন্ড জ্যোতিষীদের বিশ্বাস আমরা করি
তাদের কাছ থেকে তাবিজ কবচ নিচ্ছি পড়ি।
তারা নাকি বর্তমান, ভবিষ্যত দেখতে পায়
তবে কেন নিজের পরিণাম বুঝে নারে হায়।
মুরব্বিদের দোহাই দিয়ে কত কথা মানি
নিচে উপস্থাপন করা হলো তাহাদের বাণী।
যাত্রাপথে বাধা পেলে পথে বিপদের কারণ
পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ।
পাখি ডাকলে কুটুম আসে আমাদের বাড়িতে
সত্য মিথ্যার যাচাই হয় টিকটিকির ডাকে।
বৃষ্টির মধ্যে রোদ হাসিলে শিয়ালের হয় বিয়ে
হঠাৎ করে চোখ কাঁপিলে রোগ আসে ধেয়ে।
ডানহাতের তালু চুলকালে টাকা আসে হাতে
মোরগ ডাকিলে তবে ঘুম ভাঙে প্রভাতে
মধ্য রাতে কুকুর যখন কারণ ছাড়াই ডাকে
চোর - ডাকাত আসছে তখন সবার মনে জাগে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে যাবে হায়াত কাটা
নাকে যার ঘাম ঝরে সে হবে বউ পাগল ছেলেটা।
শনিবারে,মঙ্গলবারে নাকি বাঁশ কাটিতে মানা
অন্ধকারের ন্যায় কুসংস্কার দিচ্ছে হানা।