নুর ই আল শাহাত চৌধুরী
প্রচন্ড রৌদ আর তীব্র তাপে
চারিদিকে যেন হাহাকার,
কোথাও নেই শান্তি কৃষকের
মাঠ ঘাট যাচ্ছে ফেটে আজ
মাঠের ওই মাঝ খানে দেখা যায়
কৃষক করছে কাজ
মাথা থেকে পা পর্যন্ত
ভিজে গেছে শরীরর তার।
গ্রীষ্মের খরতাপে পুড়ে
চাই হয়েছে মাঠ ঘাট,
কোথাও নেই শান্তি আজ
কৃষক করছে হাহাকার।
শহরে আজ যায় না থাকা
প্রচন্ড গরমের তাপে,
গ্রাম কে ভালোবেসে
সবাই ছুটে আসে।
সন্ধ্যা কৃষক বাড়ি ফিরে
দেখে গৃহীনি তার রয়েছে বসে,
এখনো হয়নি কোন রান্না
কোলের শিশু টাও কান্না করে।
কখন করবে বাজার
কখন চুলায় উঠবে হাঁড়ি,
এই ভেবে গৃহীনি তার কাঁদে
সকাল থেকে মুখে কোন জুটেনি।