ফুল তুলিতে যাব আমি
পদ্মা নদীর বিলে,
ফুল দিয়ে ঘর সাজাব
লাল আর নীলে।
নামব জলে কাটব সাঁতার
খেলব মজার খেলা,
সখিগন নিয়ে আমি
লাগাব যে মেলা।
কদম তলে কৃষ্ণ কানাই
বাজাবে বাঁশুরি?
ছল করিয়া জল আনিতে
ডাকিবে শাশুড়ি।
কদম ফুলের মালা গেঁথে
সাজাব কেশে,
মনের মতো সাজিব আমি
নতুন কনের বেশে।
বাঁশির সুরে ডাকবে কানাই
রাধা রাধা বলে,
জল ভরিবার ছল করিয়া
যাব কদম তলে।
বাঁশির সুরে মাতাল হয়ে
জুরাইবে মন,
ভালোবাসার মানুষকে
কাছে পাইব যখন।