----------------------------
কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
সৌখিনতা ওড়াবো বলে
ধুলোর ভিতর মিশিয়েছি তীক্ষ্ণ পাগলামি।
ভাবিনি একবারও পাথুরে থালারও
রয়েছে অপমানবোধ।
এড়াতে পারিনি আগুনের আভা।
দেখিনি রক্ত-বীজের মধ্যেও রয়েছে অঙ্কুরিত বীজ।
হারিয়ে ফেলিনি নিজের প্রভুত্ব
লগ্ন ভাঙ্গার আগে।
শুধু দেখি---সামনে রাস্তা, অনন্ত রাস্তা।
ক্ষনিকের কথা ভুলে স্মৃতিঘুমে চলে যাই ফের।
পুনরায় দেখি সামনে হারানো সেই সূর্যটা।
মনে পড়ে
যে সূর্য তুমি আমাকে এনে দিয়েছিলে একদিন?
কিন্তু কেন নেই আজ
সূর্যের সেই টকটকে লাল আভা?
কোথায় গিয়েছে চলে
দূরে, বহুদূরে আমায় না বলে?
==================
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত