----------------------------------------
কলমে: সাহেলা সার্মিন
খুকু মাকে ধরলো এসে
কঠিন এক বায়না,
এমন করে ছোট্ট হয়ে
থাকতে আর চাই না।
কবে আমি বড় হবো
পড়বো লাল শাড়ি,
তোমার মতো ঘোমটা দিয়ে
যাবো শ্বশুর বাড়ি।
বলো না মা!
কবে আমি বড় হবো,
তোমার মতো আঁচল নেড়ে
জোড় দাপটে চলবো।
ভাল্লাগে না ছোট্ট চুলে
তোমার মতো বাঁধবো,
রান্না বাটি খেলা ছেড়ে
তোমার মতো রাধবো।
বলো না মা!
কবে আমি বড় হবো,
তোমার মতো ছড়ি হাতে
পিছে পিছে ঘুরবো।
কবে আমি করবো শাসন
আমার ছেলে-মেয়েকে,
মার খেতে আর ভাল্লাগে না
মারবো কবে তাদেরকে?
বলো না মা!
লেখা পড়ার পাঠ ঘুচবে কবে?
ভাল্লাগে না পড়তে আর,
তোমার মতো ফেইজ বুকেতে
কাব্য লিখে করবো পার।