প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৪, ৮:২২ এ.এম
কবিতা: চব্বিশের বন্যা
মোছা: নাজমুন নাহার খান
পানি জমেছে বুকের ভেতর
যায় না দেখা তা
বাঁচতে হলে ছাড়তে হবে মায়া
সোনালী দিন, জমানো স্মৃতি।
কত শত ছেলে মেয়ে বাবা মায়ের হারানো আর্তনাদ,
করেছে বেকুল আমার।
তাইতো...
ফেলে রেখে ঘর, দিচ্ছি পাড়ি
জীবন বাঁচাতে আজ,
যদি আর না ফিরি ঘরে
না পাই মাটি কবরে
তবে ভাসিয়ে দিও আমারে
এক ফোঁটা হলেও
পানি চুষে নিয়ে যাবো মৃত শরীরে!
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com