কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তোমায় ছেড়ে চলে যাবো অনেক দূরে
সারা জীবনের নিষ্ঠুর অতীত পিছে ফেলে!
সেদিন হয়তো অনুভবে আমায় খুঁজবে
হয়তো সেদিন আমায় তুমি কিছুটা বুঝবে!
সে কৃষ্ণ গহ্বর থেকে হবে না কোনদিন ফেরা
শত আলোক বর্ষ দূরে আমি তখন, অশরীরী অশ্মরী তে ঘেরা!
তোমার সাথে জানাশোনায় জানলাম ভালোবাসা
মনে পুষলাম অসীম ব্যাপ্তি সুখের আশঁসা!
কামার যেমন লোহা পোড়ায়, পিটায় নিষ্ঠুর ভাবে
আমায় তেমন পোড়ালে তুমি, গলনাঙ্ক তাপে!
চলে যাবো অনেক দূরে ছায়াপথের নিলীমায়
ভালোবাসার নামে করেছিলে নিখুত অভিনয়!
শূন্য বুকে দুঃখের অর্ণব, সাতরে যাব দূরে
আর কোন আলোক বর্ষ পরে-ও, আসবো না ফিরে!
মরণোত্তর লৌকিকতায় দিও না ফুল কবরে
আঘাত ক্লিষ্ট ক্লান্ত-শ্রান্ত আমি, বিশ্রাম নিতে চাই বিভোরে!
জাগি ওনা, জিয়ন্তে যাকে দাও নি মালা
মরণে জাগিয়ে পদধ্বনি তে তব, বাড়ি ওনা জ্বালা!