অন্য গ্রহ থেকে এসেছে একটা হলুদ খাম
এখনও খোলা হয়নি।
পড়া হয়নি চিঠি।
হয়তো খামের মধ্যে রয়েছে একগুচ্ছ বিশুদ্ধ অভিমান।
কিংবা সদ্য ভালবাসার কিছু উচ্ছ্বাসী আবেগ।
ক্রমশ সন্ধ্যা নেমে আসছে।
আর সয় না ধৈর্য,
প্রতীক্ষার সময় যে অন্তহীন।
কবির শিকারী হৃদয় খুঁজতে চায় কয়েকটি এলোমেলো ছন্দহীন পংক্তি।
প্রদক্ষিণ করতে চায় নিজস্ব জগতে।
হঠাৎ পাওয়া আনন্দে
কান্নার আওয়াজে
চিক্ চিক্ করে ওঠে চোখের দুই প্রান্ত।
লাল টকটকে আঁকা বৃন্তহীন গোলাপে
প্রাপ্তির স্পষ্ট আকুতি।
জড়িয়ে ধরা ভাঁজ করা কাগজে
ভেসে ওঠে স্বর্গের অনুভূতি।
======================
মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত