আমি চিৎকার করে বললাম;
বাঁচাও! বাঁচাও!
আমি উচ্চস্বরে চেঁচিয়ে ডাকলাম;
কেউ আছো? কেউ আছো? আমাকে নিয়ে যাও!
কেউ শুনতে পেল না আমার আর্তনাদ;
নিস্তব্ধ, নিশ্চুপ! সবাই করল দুরাচার, আঘাত।
জীবনের সবটা দিয়ে চেষ্টা করলাম বাঁচার !
কিন্তু পারলাম না, হেরেগেলাম ধরার বুকে, বড় যন্ত্রণার!
কাঁদল ঐ নদী, উত্তাল হল সাগর, পাহাড়গুলো গেল ধ্বসে,
আকাশ হল বিবর্ণ, ব্রহ্মাণ্ড বড় অন্ধকার, তারারা পড়ল খসে,
ফ্যাকাশে সবুজ ধরণী, অরণ্য আজ মরুভূমি, তছনছ সব,
ভূমিকম্পে উথাল পাথাল, এল বড়ই অকাল, কলুষিত মানব!
কে নেবে তার দায়? সুন্দর ভুবনে আমি মরতে না চাই, সে বলে,
আমি আবার আসব ফিরে, তোমাদের ঘরে ঘরে, আগমনীর ছলে,
রেহাই পাবে না কেউ, বইবে নোনা জলের ঢেউ, নবরূপে সাজবে ধরা,
ফিনিক্স পাখি হয়ে, রইব সবার হৃদয়ে, যাব না কখনো আর ছেড়ে বসুন্ধরা!
সত্যের বিচার হবে, দুনয়নে দেখবে সবে, আমি নই তো খেলনা যন্ত্র,
এই ধরণীর বুকে, নেব রক্ত আমি শুষে, বসুন্ধরার আমি নারীর মন্ত্র!