কলমে: দেবব্রত মাজী
------------------------------
মূর্তি ও ছবিতে আছো
আজও বিরাজমান,
আমাদের জনক বলে
দিতে হয়না প্রমাণ।
'জল পড়ে পাতা নড়ে'
জানে সবাই উক্ত,
বর্ণ শিক্ষা ছাড়া উত্তীর্ণ
হওয়া খুব শক্ত।
গাম্ভীর্য অস্ত্র ছিল
ন্যায়-বিচারের মূর্তি,
দুষ্টের দমনের যেন
ছিল রহস্যের ফূর্তি।
বাল-বিধবাদের জন্য
সাজালে বরন ডালা,
সযত্নে পরালে গলায়
সুগন্ধি ফুলের মালা।
-----------------------------------
দেবব্রত মাজী
দেউলপুর, পাঁচলা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত